Recents in Beach

header ads

QUIZ7

QUIZ

EFL ONLINE TEST

Present Perfect Tense

USE of Present Perfect Tense: 1.Positive:S+has/have+V3+O. 2.Negative:S+have/has+not+V3+O. 3.Interrogative:Have/Has+S+V3+O? 4.Neg-Intg:Have/Has+not+S+V3+O? 5.Who+have/has+V3+O? 6.Who+have/has+not+V3+O? 7.What+have/has+S+V3? 8.What+have/has+not+S+V3? 9.Wh+have/has+S+V3+O? 10.Wh+have/has+not+S+V3+O? Rules to PUT: 'Have'/'Has': 1.'I' (first Person) takes 'have'. 2.2nd person and any plural number take 'have'. 3.Third person singular number takes 'has'. Example: 1.I do it. Ans:I have done it. 2.She is not eating it. Ans: She has not eaten it. 3.Will he make the problem?. Ans: Has he made the problem? 4.Did not you see the man? Ans: Have not you seen the man? বাংলায়ঃ 1.আমি/আমরা-গেছি/গিয়াছি,খেয়েছি/খাইয়াছি,পড়েছি/পড়িয়াছি।ক্রিয়াপদ+ছি/য়াছি। 2.তুমি/তোমরা-গেছো/গিয়াছো,খেয়েছি/খাইয়াছি,পড়েছো/পড়িয়াছো।ক্রিয়াপদ+ছো/য়াছো। 3.সে/তারা/ইহা/রাম/জল-গেছে/গিয়াছে,খেয়েছে/খাইয়াছে,পড়েছে/পড়িয়াছে।ক্রিয়াপদ+ছে/য়াছে। 4.বাংলায় নাবোধক করতে হলে নি যোগ করতে হয় ক্রিয়াপদের সাথে।যেমনঃ খাইনি,যাইনি,পড়িনি,দেখেনি,শোনেনি,দেখিনি,খাওনি,বলোনি,ধরোনি,করোনি,যাওনি। Example: 1. আমি বই পড়িনি।I have not read books. 2.তুমি কি কাজটি করিয়াছো? Have you done the job? 3.সে কেন আসেনি? Why has not she come? 4. কে আমার পেনটি চুরি করেছে? Who has stolen my pen? 5. কারা বাড়ির কাজ করেনি? Who have not done homework? 6.রাম কোথায় যায়নি?Where has not Ram gone? 7.বৃষ্টি কি হয়নি? Has not it rained? 8.তোমাদের গ্রামে কী হয়েছে? What has happened in your village? 9.সে কেন বইটি কিনিয়াছে? Why has he bought the book? 10.আমরা অনেকগুলি মোবাইল বিক্রি করেছি। We have sold many mobiles.

Q1.কে এসেছে আমাদের বাড়িতে?


Q2.সে টেবিলের উপর কী রেখেছে?


Q3. তুমি কেন ডিনারের পর হাত ধুয়েছো?


Q4. আমরা ম্যাচটি জিতিয়াছি।


Q5.গরুটি কেমনভাবে পালিয়েছে?


Q6.তুমি তাকে কোথায় দেখেছো?


Q7.ঘুড়িটি আকাশে ওড়েনি বৃষ্টির সময়।


Q8.গ্যাসের দাম আর ও কত বেড়েছে?


Q9.ছাত্রছাত্রী গুলো কতক্ষণ মাঠে কাজ করেছে?


Q10.কার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে?


Click Show button to get question.

If you click on the "Hide" button, question will disappear.



Click the "Try it" button to have and hide answer:
1. Who has come to our house?
2. What has he put on the table?
3.Why have you washed your hand after dinner?
4. We have won the match.
5. How has the cow fled?
6.Where have you seen him?
7.The kite has not flown at the time of rain.
8.How much more has cost of gas gone up?
9.How long have students worked in field?
10.Whose daughter has fled from their house?

@Please suscribe our website to get regular update and share it to your friends#.

Post a Comment

0 Comments